প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩, কোড: হোয়াংহো, সেট-১ এর প্রশ্ন ও উত্তর
-
‘ইউসুফ জোলেখা’ কাব্য লেখেন কে?
- যশোরাজ খান
- শাহ মুহম্মদ সগীর
- মীর মোশাররফ হোসেন
- বিজয় গুপ্ত
- খ।
-
কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর। পংক্তিটির রচয়িতা কে?
- শেখ ফজলল করিম
- মোজাম্মেল হক
- মোহিত লাল মজুমদার
- জীবনানন্দ দাশ
- ক।
-
কোন নাটকটি সেলিম আল দীনের?
- পায়ের আওয়াজ পাওয়া যায়
- কবর
- সুবচন নির্বাসনে
- মুনতাসীর ফ্যান্টাসী
- ঘ।
-
‘প্রভাত সূর্যের’ সমার্থক শব্দ কোনটি?
- রবি
- দিনমণি
- অরুণ
- ভানু
- গ।
-
‘হরণ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
- পূরণ
- গ্রহণ
- মুক্ত
- কোনোটিই নয়
- ক।
-
বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে?
- বিশেষণ পদের
- অব্যয় পদের
- নাম পদের
- ক্রিয়া বিশেষণ পদের
- গ।
-
অধিকরণ কারকের উদাহরণ কোনটি?
- তিলে তৈল আছে
- দুধ থেকে ঘি হয়
- তিল থেকে তেল হয়
- মেঘ থেকে বৃষ্টি হয়
- ক।
-
‘তিনি ব্যাকরণে পণ্ডিত’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- কর্মে সপ্তমী
- করণে সপ্তমী
- অপাদানে সপ্তমী
- অধিকরণে সপ্তমী
- ঘ।
-
কোনটি শুদ্ধ বানান?
- MISIONARY
- MISSIONARY
- MISIONERY
- MISSIONERY
- খ।
-
কোন বানানটি শুদ্ধ?
- CATASTROPHE
- CETASTROPHE
- CATASTROPHEE
- CATASTROFEE
- ক।
-
কোনটি শুদ্ধ বানান?
- HETROGENUS
- HETROGENEOUS
- HETEROGENUS
- HETEROGENEOUS
- ঘ।
-
Still waters run deep. এখানে ‘Still’ শব্দটি-
- Noun
- Pronoun
- Adjective
- Adverb
- গ।
-
He kept the fast for a week. এখানে ‘fast’ শব্দটি-
- Noun
- Pronoun
- Adjective
- Adverb
- ক।
-
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
- He will avail the opportunity
- I should take leave of you.
- I have seen two deers.
- Television is a wonderful discovery.
- খ।
-
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
- Good night, how are you?
- Ali took admission into that college.
- He asked me where did I go.
- He always speaks the truth.
- ঘ।
-
Glass is made ____ bottles. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
- in
- of
- with
- by
- খ।
-
Students should be attentive ____ their lessons. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
- in
- with
- to
- of
- গ।
-
His words conform ____ his work. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
- with
- by
- in
- to
- ঘ।
-
He was convinced ____ my honesty. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
- with
- of
- by
- in
- খ।
-
The girl is expert ____ drawing. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
- in
- to
- with
- at
- ঘ।
-
1+2+3+4+....+20= কত?
- 210
- 212
- 214
- 220
- ক।
-
তিন সন্তানের বয়সের গড় ৬ বৎসর ও পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বৎসর হলে পিতার বয়স কত?
- ৩২ বৎসর
- ৩৩ বৎসর
- ৩৪ বৎসর
- ৩৬ বৎসর
- গ।
-
একজন বোলার গড়ে ২০ রান দিয়ে ১২ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?
- ১৪
- ১৬
- ১৮
- ১৯
- খ।
-
পিতা ও মাতার বয়সের গড় ২৫ বৎসর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ১৮ বৎসর হলে পুত্রের বয়স কত?
- ২ বৎসর
- ৪ বৎসর
- ৫ বৎসর
- ৬ বৎসর
- খ।
-
একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
- লাভ ১২%
- লাভ ১৪%
- লাভ ১৬%
- লাভ %
- ক।
-
একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
- ৪৫০০ টাকা
- ৫০০০ টাকা
- ৫৫০০ টাকা
- ৬০০০ টাকা
- খ।
-
একজন দোকানদার ১ ডজন বলপেন ৬০ টাকায় ক্রয় করে ৭২ টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
- ১৬%
- ১৮%
- ২০%
- ২২%
- গ।
-
ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা ১৪ দিনে কাজটি শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
- ২৭ দিনে
- ৩০ দিনে
- ৩২ দিনে
- ৩৫ দিনে
- ঘ।
-
৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?
- ২৮ জন
- ২৪ জন
- ২৬ জন
- ৩০ জন
- ক।
-
একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১২ দিন লাগলে ১৪ জন শ্রমিকের কত দিন লাগবে?
- ২৪ দিন
- ২৮ দিন
- ৩০ দিন
- ৩২ দিন
- গ।
-
দুইটি রাশির অনুপাত ৫:১১। উত্তর রাশি ৯৯ হলে পূর্বরাশি কত?
- ৪২
- ৪৫
- ৪৮
- ৫৬
- খ।
-
২৪ কে ৭:৬ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে-
- ২৮
- ৩২
- ৩৫
- ৩৮
- ক।
-
কোন বানানটি শুদ্ধ?
- উন্মিলন
- উন্মিলণ
- উন্মীলণ
- উন্মীলন
- ঘ।
-
কোনটি শুদ্ধ বানান?
- রূপায়ন
- রূপায়ণ
- রুপায়ন
- রুপায়ণ
- খ।
-
‘যিনি অধিক কথা বলেন না।’- এক কথায় কী হবে?
- অল্পভাষী
- সংযম
- মিতভাষী
- সন্ন্যাসী
- গ।
-
‘সাপের খোলস’- বাক্য সংকোচন কী হবে?
- নির্মোক
- উরগ
- কৃত্তি
- প্লাবক
- ক।
-
‘সৌভাগ্যের বিষয়’ কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে?
- পোয়াবারো
- একাদশে বৃহস্পতি
- গোঁফ-খেজুরে
- সৌভাগ্যবান
- খ।
-
‘নীলাকাশ’ কোন সমাস?
- কর্মধারয়
- তৎপুরুষ
- বহুব্রীহি
- অব্যয়ীভাব
- ক।
-
‘বিষবৃক্ষ’ কোন সমাস?
- তৎপুরুষ
- কর্মধারয়
- বহুব্রীহি
- অব্যয়ীভাব
- খ।
-
‘শতাব্দী’ কোন সমাস?
- বহুব্রীহি
- তৎপুরুষ
- অব্যয়ীভাব
- দ্বিগু
- ঘ।
-
‘স্বাগত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- স্বা + আগত
- স্বা + গত
- সু + আগত
- সা + আগত
- গ।
-
‘বিচ্ছেদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- বিঃ + ছেদ
- বি + ছেদ
- বিৎ + ছেদ
- বিচ্ + ছেদ
- খ।
-
‘উন্নত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- উৎ + নত
- উন্নী + ত
- উৎ + নীত
- উৎ + নিত
- ক।
-
‘বৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?’
- বিষ + তি
- বৃ + ষ্টি
- বৃষ + টি
- বৃষ + তি
- ঘ।
-
‘Let him sing a song’.- বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-
- Let a song sing by him.
- Let a song be sung by him.
- Let a song be sang by him.
- Let a song sung by him.
- খ।
-
‘Who will help you?’ বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-
- By whom will you be helped?
- By whom you will be helped?
- By whom would you be helped?
- By whom you would be helped?
- ক।
-
‘Do you know him?’- বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-
- Is he known by you?
- Is he known to you?
- Is he knew by you?
- Was he known by you?
- খ।
-
He said to me, “May you have wealth.”- বাক্যটির indirect speech হবে-
- He wished me that I might have wealth.
- He wished me that I might had wealth.
- He wished me that I should have wealth.
- He said to me that I might have wealth.
- ক।
-
You said to me, “You do not do your duty.”- বাক্যটির indirect speech হবে-
- You told me that I do not do my duty.
- You said to me that I did not do my duty.
- You said to me that I do not do my duty.
- You told me that I did not do my duty.
- ঘ।
-
Brief-এর সমার্থক শব্দ কোনটি?
- Profuse
- Eloquent
- Short
- Copious
- গ।
-
Latent-এর সমার্থক শব্দ কোনটি?
- Concealed
- Evident
- Visible
- Conspicious
- ক।
-
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১২০° হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে-
- ৫
- ৬
- ৮
- ১০
- খ।
-
কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়?
- জলবায়ু
- আর্দ্রতা
- বৃষ্টিপাত
- বায়ুচাপ
- ঘ।
-
ইউনেসকো (UNESCO) প্রতিষ্ঠিত হয় কত সালে?
- ১৯৪৫ সালে
- ১৯৪৬ সালে
- ১৯৪৭ সালে
- ১৯৪৮ সালে
- ক।
-
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
- কফি আনান
- হ্যামারশোল্ড
- ট্রিগভেলি
- বান কি মুন
- গ।
-
বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
- ১৯৭৪ সালে
- ১৯৭৫ সালে
- ১৯৭৬ সালে
- ১৯৭৭ সালে
- ক।
-
‘অপরাজেয় বাংলা’ কী?
- মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রকর্ম
- মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য
- মুক্তিযুদ্ধভিত্তিক ম্যুরালচিত্র
- একটি মুক্তিযুদ্ধ বিষয়ক স্থাপনা
- খ।
-
নিম্নলিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
- খ।
-
বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে?
- ১৯৯০ সালে
- ১৯৯১ সালে
- ১৯৯২ সালে
- ১৯৯৩ সালে
- ক।
-
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশেকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
- ৮টি
- ৯টি
- ১১টি
- ১২টি
- গ।
-
সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
- বুধ
- বৃহস্পতি
- মঙ্গল
- শুক্র
- খ।
-
ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?
- ডোভার প্রণালী
- বেরিং প্রণালী
- মালাক্কা প্রণালী
- পক প্রণালী
- ঘ।
-
কোনটি মৌলিক পদার্থ?
- চিনি
- নিয়ন
- লবণ
- পানি
- খ।
-
কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে?
- সাদা
- কালো
- বেগুনি
- হলুদ
- ক।
-
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
- শূন্যতায়
- কঠিন পদার্থে
- তরল পদার্থে
- বায়বীয় পদার্থ
- খ।
-
ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
- তামা
- দস্তা
- অ্যালুমিনিয়াম
- সীসা
- গ।
-
নিচের কোন যৌগটি ‘ভিটামিন সি’?
- অ্যাসকরবিক এসিড
- সাইট্রিক এসিড
- অ্যাসিটিক এসিড
- অক্সালিক এসিড
- ক।
-
কোনটি সাবানকে শক্ত করে?
- সোডিয়াম কার্বনেট
- সোডিয়াম সালফেট
- সোডিয়াম ক্লোরাইড
- সোডিয়াম সিলিকেট
- ঘ।
-
বিলিরুবিন তৈরি হয়-
- কিডনীতে
- যকৃতে
- পিত্ত থলিতে
- প্লিহায়
- ঘ।
-
গাছের পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?
- নাইট্রোজেন
- ম্যাগনেসিয়াম
- আয়রন
- পটাশিয়াম
- ক।
-
মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
- ১৮ জোড়া
- ২০ জোড়া
- ২২ জোড়া
- ২৩ জোড়া
- ঘ।
-
বিশ্বকাপ ফুটবল খেলা প্রথম শুরু হয়-
- ১৯৩০ সালে
- ১৯৩১ সালে
- ১৯৩২ সালে
- ১৯৩৪ সালে
- ক।
-
১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ-
- ব্রাজিল
- উরুগুয়ে
- ফ্রান্স
- ইংল্যান্ড
- খ।
-
বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি?
- এ্যাভোমিটার
- ব্যারোমিটার
- হাইগ্রোমিটার
- অ্যামিটার
- গ।
-
ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
- ইসলাম খাঁন
- শায়েস্তা খাঁন
- ইব্রাহীম খাঁন
- মীর জুমলা
- ক।
-
ময়মনসিংহ জেলার পূর্ব নাম-
- জালালাবাদ
- ইসলামাবাদ
- নাসিরাবাদ
- সিংহগ্রাম
- গ।
-
তালিবাবাদ উপগ্রহ ভূ-কেন্দ্রটি চালু হয়-
- ১৯৮০ সালে
- ১৯৮১ সালে
- ১৯৮২ সালে
- ১৯৯৩ সালে
- গ।
-
তালিবাবাদ কোন জেলায় অবস্থিত?
- নরসিংদী
- খুলনা
- দিনাজপুর
- গাজীপুর
- ঘ।
-
বাংলাদেশের জ্বালানি তৈল শোধনাগারটি অবস্থিত-
- ঢাকায়
- চট্টগ্রামে
- খুলনায়
- সিলেটে
- খ।
-
বাংলাদেশে একমাত্র অস্ত্র তৈরি কারখানাটি অবস্থিত-
- গাজীপুরে
- ঢাকা জেলায়
- চট্টগ্রাম জেলায়
- রাজশাহী জেলায়
- ক।