ই, ঈ দিয়ে বাগধারা
- ইতর বিশেষ : (পার্থক্য) - দু'বোন রূপে প্রায় সমান, 'ইতর বিশেষ' আছে বলে মনে হয় না।
- ইঁচরে পাকা : (অকাল পক্ব) - অসৎ সঙ্গে পড়ে ছেলেটি অল্প দিনের মধ্যেই 'ইঁচরে পাকা' হয়ে গিয়েছে।
- ইঁদুর কপালে : (মন্দভাগ্য) - 'ইঁদুর কপালে' মেয়েটির স্বামীর বাড়িতেও ঠাঁই নেই।
- ঈদের চাঁদ : (অতি প্রত্যাশিত বস্তু) - বিদেশ থেকে ছেলে বাড়ি আসাতে মা যেন ঈদের চাঁদ দেখলেন।
উ, ঊ দিয়ে বাগধারা
- ঊনপাঁজুরে : (দুর্বল) - মেয়েটি ঊনপাঁজুরে হলেও সুন্দরী।
- উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে : (একের দোষ অন্যের উপর) - সত্য কথা বলুন, উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে দিবেন না।
- উলুবনে মুক্তা ছড়ানো : (অস্থানে অমূল্য রত্ন ছড়ানো) - তোমাকে স্বার্থ ত্যাগ করতে বলা আর উলুবনে মুক্তা ছড়ানো সমান কথা।
- উড়ো চিঠি : (আকস্মিকভাবে প্রাপ্ত) - ডাকাত জমিদারের বাড়িতে উড়ো চিঠি দিয়ে ডাকাতি করেছিল।
- উত্তম মধ্যম : (প্রহার) - চুরির দায়ে রুস্তমকে সেদিন বেশ উত্তম মধ্যম খেতে হয়েছিল।
- উড়নচণ্ডী : (অমিতব্যয়ী) - যা উড়নচণ্ডী ছেলে, পৈতৃক সম্পত্তি দু' দিনেই শেষ করে দিবে।
- উড়ো কথা : (গুজব) - উড়ো কথায় কান দিতে নেই।
এ দিয়ে বাগধারা
- এলাহী কাণ্ড : (বিরাট আয়োজন) - ভেবেছি নাজমুলের বিয়েতে তেমন কিছু খরচ হবে না, কিন্তু এখন দেখছি এ যেন এক এলাহী কাণ্ড।
- এক চোখা : (পক্ষপাতিত্ব) - নিজের ছেলের দোষ না দেখে 'এক চোখা' ভাবে সতীনের ছেলের দোষ ধরা ঠিক নয়।
- এক ক্ষুরে মাথা মুড়ান : (একই মতে বিশ্বাসী) - রবিউল সাহেব এবং রমজান সাহেব একই ক্ষুরে মাথা মুড়ান লোক।
- এক হাত লওয়া : (প্রতিশোধ লওয়া) - সময় আসুক, তোমাকে আমি একহাত নিয়ে ছাড়ব।
- একাদশে বৃহস্পতি : (খুব ভালো সময়) - ঢাকায় এসেই চাকরি পেয়ে গেলে, তোমার তো এখন একাদশে বৃহস্পতি।
ও দিয়ে বাগধারা
- ওষুধ ধরা : (ফল লাভ) - রোগীকে ওষুধে ধরেছে, তাই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।
- ওজন বুঝে বলা : (অবস্থা অনুযায়ী চলা) - ওজন বুঝে চলা বুদ্ধিমানের কাজ।
- ওঁৎ পাতা : (সুযোগের অপেক্ষায় থাকা) - চোরটাকে ধারার জন্য আমি ওঁৎ পেতে বসেছিলাম।
অন্যান্য বর্ণ দিয়ে বাগধারা
অন্যান্য বর্ণ দিয়ে বাগধারা পড়তে নিচের বাটনগুলোতে ক্লিক করুন।
অ, আ দিয়ে বাগধারা ক, খ দিয়ে বাগধারা গ, ঘ, চ, ছ দিয়ে বাগধারা জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, ন দিয়ে বাগধারা প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ দিয়ে বাগধারা