ওযূর নিয়্যত কি?
আমরা অনেকেই ওযূর নিয়্যত জানি না। এখানে ওযূর নিয়ত কি তা দেওয়া হয়েছে। ওযূর নিয়্যত হলোঃ
نَوَيْتُ اَنْ اَتَوَ ضَّأَ لِرَفْعِ الْحَدَثِ وَاسْتِبَاحَةً لِلَّصَلَاةِ وَتَقَرُّبًا اِلٰى اللّٰهِ تَعَالٰى
উচ্চারণঃ নাওয়াইতু আন আতাওয়াদ্দ্বাআ লিরাফ’ইল হাদাসি ওয়াসতিবাহাতাল্ লিস্ সালাতি ওয়াতাক্বার্রুবান ইলাল্লাহি তা’আলা।
ওযূর দোয়া কি?
ওযূর নিয়্যত করার পর ওযূর দোয়া পড়তে হয়। এখন প্রশ্ন হচ্ছে ওযূর দোয়া কি? আমরা এখন ওযূর দোয়া জানবো। ওযূর দোয়া হলোঃ
بِسْمِ اللّٰهِ الْعَلِىِّ الْعَظِيْمِ وَالْحَمْدُ اللّٰهِ عَلَى دِيْنِ الْاِسْلَامِ اَلْاِسْلَامُ حَقٌّ وَالْكُفْرُ بَاطِلٌ اَلْاِسْلَامُ نُوْرٌ وَالْكُفْرُ ظُلْمَةٌـ
ওযূর দোয়ার উচ্চারণঃ বিসমিল্লা-হিল আলিয়্যিল আযী-ম, ওয়াল হামদু লিল্লা-হি আলা দ্বী-নিল ইসলাম, আল ইসলা-মু হাক্বকুন, ওয়াল কুফ্রু বা-তিলুন, আল ইসলা-মু নূরুন, ওয়াল কুফ্রু যুলমাতুন।
ওযূর দোয়ার অর্থঃ মহান ও শ্রেষ্ঠ আল্লাহর নামে আরম্ভ। ইসলাম ধর্মের উপর কায়েম থাকার জন্য সব প্রশংসা আল্লাহর। ইসলাম সত্য, কুফর মিথ্যা। ইসলাম জ্যোতির্ময় ও কুফর, অন্ধকারময়।
ওযূর ফরয কি?
আমরা অনেকেই ওযূর ফরয কি তা জানি না। আবার জানলেও সঠিক কয়টি ফরয ও কি কি তা জানি না। এখানে ওযূর ফরয কয়টি ও কি কি তা দেওয়া হয়েছে।
ওযূর ফরয হলো চারটি। যথাঃ
১. কপালের চুল উঠার স্থান থেকে থুতনীর নিচে পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সম্পূর্ণ মুখমন্ডল ধৌত করা,
২. কনুই সহ দু'হাত ধোয়া,
৩. মাথার এক চতুর্থাংশ পরিমাণ মসেহ্ করা এবং
৪. পায়ের গোড়ালীসহ ধৌত করা।
ওযূর সুন্নাত কি?
এখন আমরা জানবো ওযূর সুন্নাত কি? ওযূর সুন্নাত হলোঃ
১. ওযূর নিয়ত করা,
২. ওযূর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা,
৩. কব্জি পর্যন্ত দু'হাত তিনবার ধৌত করা,
৪. মিসওয়াক করা,
৫. কুল্লি করা,
৬. গরগরা করা,
৭. উত্তমরূপে নাক সাফ করা (রোযাদার হলে গরগরা করবেন না এবং নাকের ভিতর পানি পৌঁছাবে না),
৮. দাড়ি খেলাল করা,
৯. সমস্ত মাথা মসেহ্ করা,
১০. উভয় কান মসেহ্ করা,
১১. হাত-পায়ের আঙ্গুলসমূহের খিলাল করা,
১২. প্রত্যেক অঙ্গ তিনবার ধৌত করা এবং
১৩. তারতীব অনুসারে ওযূ করা।
ওযূর মোস্তাহাব কি?
এখন আমরা জানবো ওযূর মোস্তাহাব কি? ওযূর মোস্তাহাব হলোঃ
১. ক্বেবলামুখী হয়ে বসে ওযূ করা,
২. ডান দিক থেকে ওযূ আরম্ভ করা,
৩. ডান হাতে পানি নিয়ে বাম হাতে নাক সাফ করা,
৪. ঘাড় মসেহ্ করা,
৫. প্রত্যেক অঙ্গ ভালভাবে মালিশ করা,
৬. বামহাত দ্বারা উভয় পা ধোয়া,
৭. অন্য লোকের সাহায্য ছাড়া ওযূ করা,
৮. ওযূর সময় কথা না বলা,
৯. আবশ্যক পরিমাণ পানি খরচ করা,
১০. ওযূ শেষে ক্বেবলামুখী হয়ে দাঁড়িয়ে অবশিষ্ট কিছু পানি পান করা,
১১. প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লাহ পড়া,
১২. ওযূ শেষে দুরূদ শরীফ ও কলেমা শাহাদাত পাঠ করা।
ওযূর মাকরূহ কি?
ওযূর মাকরূহ কি এ সম্পর্কে আমাদের অনেকের কোন ধারণা নেই। এ পর্যায়ে আমরা ওযূর মাকরূহ নিয়ে আলোচনা করবো। ওযূর মাকরূহ হলোঃ
১. মুখের উপর সজোরে পানি নিক্ষেপ করা। অতএব আমরা মুখের উপর সজোরে পানি নিক্ষেপ করবো না।
২. বাম হাতে কুলি করা ও নাকে পানি দেওয়া। অতএব আমরা বাম হাতে কুলি করবো না এবং বাম হাতে নাকে পানি দেব না।
৩. তিন বারের বেশী ওযূর অঙ্গ ধৌত করা।
৪. নাপাক জায়গায় বসে ওযূ করা।
৫. ওযূর তারতীবের প্রতি খেয়াল না করা।
৬. দুনিয়াবী কোন কথা বলা।
৭. পানি অপচয় করা।
ওযূ ভঙ্গের কারণ কি?
আমাদের সকলের ওযূ ভঙ্গের কারণ কি তা জানা অত্যন্ত জরুরী। ওযূর ভঙ্গের কারণগুলো হলোঃ
১. প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে মলমূত্র বা অন্য কিছু বের হলে।
২. মুখ ভরে বমি হলে।
৩. ক্ষতস্থান থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে।
৪. দাঁত বা মুখ থেকে রক্ত বের হয়ে থুথু পরিমাণ বা এর বেশী হলে।
৫. চিৎ বা কাত হয়ে অথবা কোন কিছুর সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লে।
৬. রুকু-সাজদা বিশিষ্ট নামাযে অট্টহাসি দিলে।
৭. মাতাল বা জ্ঞানহারা হলে।
৮. স্ত্রী ও পুরুষের গুপ্ত অঙ্গ একত্রিত হলে।
ওযূর নিয়ম কি?
এখন আমরা জানবো ওযূর নিয়ম কি? ওযূর নিয়ম হলোঃ
যখন ওযূ করতে হয়, তখন ওযূর দো'য়া পাঠ করে কব্জি পর্যন্ত তিনবার হাত ধৌত করবেন, আঙ্গুল খিলাল করবেন। তারপর ডান হাতে পানি নিয়ে গরগরাসহ তিনবার কুলি করবেন। কুলি করার আগে মিস্ওয়াক করতে হয়। অতঃপর ডান হাতে পানি নিয়ে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা উত্তমরূপে নাক সাফ করে দু'হাতে পানি নিয়ে সম্পূর্ণ মুখমন্ডল এমনভাবে ধৌত করবেন যেন চুল গজানোর স্থান থেকে থুতনীর নিচে পর্যন্ত এবং ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত কোন জায়গা অবশিষ্ট না থাকে। দাড়ি থাকলে সেটাও ধুয়ে ও খিলাল করে নিতে হবে। তবে হজ্ব বা ওমরাহর ইহরাম অবস্থায় দাঁড়ি খিলাল করবেন না। এরপর ডানহাত কনুইসহ, বামহাত কনুইসহ তিনবার ধৌত করবেন। এরপর সমগ্র মাথা একবার এভাবে মসেহ্ করবেন যে, উভয় হাত ভিজিয়ে বৃদ্ধাঙ্গুলী ও শাহাদাত আঙ্গুল বাদ দিয়ে উভয় হাতের অবশিষ্ট আঙ্গুলগুলোর পরস্পর মাথা মিলিয়ে এবং এ ছয় আঙ্গুলের পেটের অগ্রভাগ মাথার উপর রেখে পিছনের দিকে ঘাড় পর্যন্ত এমনভাবে নিয়ে যাবেন যেন উভয় হাতের শাহাদাত ও বৃদ্ধাঙ্গুলদ্বয় এবং দু'হাতের তালু মাথা থেকে আলগা থাকে। এবার দু'হাতের তালু দ্বারা সামনের দিকে টেনে ঘাড় থেকে মাথার দু'পাশ মসেহ্ করবেন। তারপর শাহাদাত আঙ্গুলের অগ্রভাগ দ্বারা কানের ভিতরের এবং বৃদ্ধাঙ্গুল দ্বারা কানের পেছনের ভাগ মসেহ্ করবেন। অতঃপর উভয় হাতের আঙ্গুলের পিঠ দ্বারা ঘাড় মসেহ্ করবেন। উল্লেখ্য যে, গলা মাসেহ করা মাকরূহ। অবশেষে বাম হাত দ্বারা প্রথমে ডান পা এবং পরে বাম পা গোড়ালির উপরিভাগ পর্যন্ত তিনবার ধৌত করবেন এবং পায়ের আঙ্গুল খিলাল করবেন। ওযূ শেষ হওয়ার পর এ দো'আ পড়বেনঃ
اَللّٰهُمَّ اجْعَلْنِىْ مِنَ التَّوَ ابِيْنَ وَاجْعَلْنِىْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ
উচ্চারণঃ আল্লাহুম্মাজ্'আলনী মিনাত তাওয়াবী-না ওয়াজ্'আলনী মিনাল মুতাত্বাহ্হিরীন।
ওযূ সম্পর্কীয় বিভিন্ন মাসায়েল
নামায, সাজদা-ই তেলাওয়াত ও নামায-ই জানাযা আদায় করা এবং ক্বোরআন শরীফ স্পর্শ করার জন্য ওযূ করা ফরয। বায়তুল্লাহ শরীফের তাওয়াফ করার জন্য ওযূ করা ওয়াজিব।
জানাবতের গোসলের পূর্বে, নাপাকি অবস্থায় পানাহার ও ঘুমানোর পূর্বে ওযূ করা সুন্নত। আযান, ইক্বামত, নবী করীম সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম-এর রওযা মুবারকের যিয়ারত, আরাফাতের ময়দানে অবস্থান করা এবং সাফা-মারওয়া সা'ঈ করার জন্য ওযূ করা সুন্নাত। ঘুমানোর পূর্বে এবং ঘুম থেকে উঠার পর অযূ করা মোস্তাহাব। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার অথবা উঠানোর পর, স্ত্রী সহবাসের পূর্বে, ক্রোধান্বিত অবস্থায়, মুখস্থ ক্বোরআন পাঠ করার জন্য, হাদীস বা দ্বীনী ইল্ম শিক্ষা গ্রহণ বা শিক্ষা প্রদানের জন্য, ধর্মীয় কিতাব স্পর্শ করার জন্য, (ঘটনাচক্রে) মিথ্যা বলার পর, গালি দেওয়ার পর, মুখে খারাপ শব্দ বের হওয়ার পর, বিধর্মীদের শরীরের সাথে স্পর্শ হওয়ার পর, গীবত করার পর এবং অট্টহাসির পর ওযূ করা মুস্তাহাব। একবার ওযূ ভঙ্গ হলে পুনরায় ওযূ করে নেওয়া মোস্তাহাব।